বাংলাদেশের জন্যে গানঃ কনসার্ট ফর বাংলাদেশ


Bangla Desh, Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I've never seen such distress
Now won't you lend your hand and understand
Relieve the people of Bangla Desh

খুব চেনা গান। কমবেশি সবাই শুনেছি।
শুভ-র একটা পোষ্ট পড়ে অসাধারন লাগলো- সব যুদ্ধ স্টেনগান দিয়ে হয় না
আমিও ভাবি- অস্ত্র হাতে যারা সম্মুখযুদ্ধ করেছেন, শুধু তাঁরাই মুক্তিযোদ্ধা নন। সে সময় যাঁদের বুকের ভেতরেই বাংলাদেশের জন্যে জন্ম নিয়েছিলো বিন্দু পরিমাণ ভালোবাসা- তাঁরা সবাই-ই মুক্তিযোদ্ধা।
আমি তাই বলি- রবি শংকরও আসলে মুক্তিযোদ্ধা-ই। অথবা আমাদের পরম ভালোবাসার জর্জ হ্যারিসন।
'৭১ -এ নিউইয়কের্র ম্যাডিসন স্কয়ারে এই দু'জনের প্রচেষ্টাতেই হয়েছিলো - কনসার্ট ফর বাংলাদেশ
প্রস্তাবটা করেছিলেন রবিশংকর। বন্ধু জর্জ হ্যারিসনের কাছে বলেছিলেন, দেখো, বাংলাদেশে একটা অন্যায় গণহত্যা হয়েছে। এখন চলেছে যুদ্ধ। অনেক মানুষ মারা যাচ্ছে সেখানে। আমাদের কিছু একটা করা উচিৎ।
বন্ধু সায় দিয়েছিলেন সে আহবানে। গানের লিরিকেই আছে সেটা।

My friend came to me, with sadness in his eyes
He told me that he wanted help
Before his country dies
Although I couldn't feel the pain, I knew I had to try
Now I'm asking all of you
To help us save some lives


সেদিন পারফর্ম করেছিলেন জর্জ হ্যারিসন, বিটলসের রিংগো স্টার, বাডফিংগার। আরো ছিলেন লিও রাসেল, এবং বিলি প্রেস্টন। প্রিয় রবি শংকর বাজিয়েছিলেন - বাংলা ধুন। সাথে ছিলেন আলী আকবার খান ও আল্লা রাখা।

নেটে খুঁজতে গিয়ে কনসার্ট ফর বাংলাদেশ নামেই একটা অসাধারন ওয়েবসাইট পেয়ে যাই। সেই ওয়েবসাইট দেখে আমি মুগ্ধ।
রবিশংকর, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিংগো স্টার, লিও রাসেল এবং বিলি প্রেস্টন- প্রত্যেকের নিজের স্বরে ছোট্ট ভূমিকা শোনা যাবে সেখানে।
এমনকি একটা স্পষ্ট ট্রেইলারও দেখা যাবে।

---------------------------------------
রক্তসম্পকের্র না হলেও অনেকেই আত্মার খুব কাছের মানুষ হয়ে যান। সেরকমই একজন - অরিজিৎদা - আমাকে সেদিন জোয়ান বায়েজ এর একটা গান পাঠালেন। সং অব বাংলাদেশ
এ গানের লিরিকটাও কাছাকাছি ।

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind men who carry out commmands
Which flow out of the laws upon which nation stands
Which is to sacrifice a people for a land
Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh

----------------
নিজের দেশকে ভালোবাসি সবাই।
তুলনায় অন্যদেশের জন্যে ভালোবাসাটা একটা বাহুল্যই বলা চলে। হয়ত নেহাৎই মানবতার খাতিরে, অথবা কর্তব্যবোধের জন্যেই এই সব বিখ্যাত মানুষেরা সেদিন বাংলাদেশের গান গেয়েছিলেন।
তবু, ভাবতে ভালো লাগে- ঐ গান গাইবার মুহুর্তটুকুতে হলেও- একটু সময়ের জন্যে - তাঁরা বাংলাদেশকে ভালোবেসেছিলেন।
যেমনটা আমি ভালোবাসি- আমার বাংলা মা-কে।



----------------
ছবি কৃতজ্ঞতা: কনসার্ট ফর বাংলাদেশ

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-