ইউনিকোডে ব্লগাই যারা-


ইউনিকোডে যারা ব্লগিং করেন, তাদের একটা কমন প্ল্যাটফর্ম নেই বলে তারা নিজেরাও ঠিক বেশিরভাগ ইউনিকোড ব্লগের খোঁজ জানেন না৷ সুতরাং আমাদের ব্লগিংটা সীমাবদ্ধ হয়ে আছে নিজেদের পরিচিতদের মধ্যেই৷
এসব কারণে ইউনিকোড ব্লগারদের জন্যে কমন একটা প্ল্যাটফর্ম করার চিন্তা মাথায় আসে৷ এবং সেটা বাস্তবায়নের জন্যেই বানালাম এই বাংলা ইউনিকোড ব্লগ৷
কি আছে এখানে?
বাম পাশে আছে ব্লগরোল, সেখানে প্রায় সমস্ত বাংলা ইউনিকোড ব্লগের ঠিকানা আছে৷
কিন্তু তার চেয়ে জরুরি কথা হচ্ছে, প্রতিদিন যে ব্লগগুলো আপডেট হয়, সেই আপডেটেড ব্লগ তাদের পোষ্টের কিছু অংশ সহ অটোমেটিক্যালি এই ব্লগে চলে আসে৷
সুতরাং, যারা একটা পেজে এসে দেখতে চান যে আজ কোন কোন ব্লগ আপডেট হলো- তারা এখানে আসলেই সেই খোঁজ পেয়ে যাবেন৷ তারপর ইচ্ছেমতন চলে যেতে পারবেন পছন্দের ব্লগ বা আর্টিকেলে৷

লিংকটি আবারো দিলাম: http://banglaunicode.blogspot.com/
অথবা ক্লিক করুন এখানে: বাংলা ইউনিকোড ব্লগ
আমরা যারা ইউনিকোডে ব্লগাই- তাদের জন্যে এই ব্লগটা খুব কাজে লাগবে, এই আশাই করছি৷


Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-