কেমন করে --

বাংলায় ব্লগ করার ইচ্ছে থেকেই এই সাইটটি বানানো৷
বাংলায় সাইট তৈরি করা এখনো খুব একটা সহজ হয় নি৷ যে ফন্টগুলো ওয়েবে পাওয়া যায়, তাদের মধ্যে যেগুলো সুন্দর, সেগুলো ওপেন টাইপ নয়৷ আর ওপেন টাইপ ফন্টগুলো বড় অবস্থায় সুন্দর দেখা গেলেও, ছোট হলে প্রায় পড়াই যায় না৷
তবু সিদ্ধান্ত নিয়েছি এই সাইটটি ওপেন টাইপ, মানে ইউনিকোড ফন্ট দিয়েই বানাবো৷ কারন শেষমেষ এরাই বেঁচে থাকবে৷ তাইই সোলায়্মান লিপি বেছে নেয়া৷

বাংলা লেখার সফটওয়্যারেও রয়েছে হাজার ঝামেলা৷ খুঁজে পেতে দেখা যাবে ওয়েবে প্রায় শ'খানেকেরও বেশি বাংলা এডিটর আছে৷ একেকজন একেকটাকে ভালো বলে, এবং প্রত্যেকেই যেটাতে অভ্যস্ত, তার কাছে সেটাই ভালো৷
আমি নিজে ব্যবহার করেছি গুরুচন্ডা৯ ওয়েবসাইট থেকে পাওয়া সফটওয়্যার৷ এটাই সবচে' ভালো, এমন দাবি করবো না, তবে আমার কাছে সবচে' ভালো লাগে৷ তার প্রধান কারন এই এডিটর দিয়ে ইউনিকোডেও বাংলা লেখা যায়৷
সুধীজনেরা 'টেরাই' করে দেখতে পারেন৷

ফন্ট আর এডিটর এর ঝামেলা শেষ হলে পরে আর রইলো ওয়েব হোস্টের জায়গা৷ ভেবেছিলাম আলাদা করে খুঁজে নেব, কিন্তু মনে হলো ঠিক ওয়েব সাইট নয় , মনে হয় ব্ল্গ করাটাই ভালো হবে৷

এভাবেই , আপাতত এই ব্লগ সাইটের আত্মপ্রকাশ!

Popular posts from this blog

The Boy, the Mole, the Fox and the Horse | Charlie Mackesy

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

আরেকটিবার-